মোহাম্মদ মামুন রেজা//ধামরাই প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে নির্ধারিত দরের চেয়ে বেশি দামে খাসির মাংশ বিক্রি করায় এক ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে ধামরাই পৌর শহরের ইসলামপুর বাজারে শহিদুল গোস্ত বিতানের মালিক শহিদুল ইসলাম কে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের জেল দেয়া হয়েছে। বাজারে খাসির মাংসের দাম ৭০০ টাকা হলেও ওই দোকানে মাংস বিক্রি করা হচ্ছিল ৮৫০ টাকায়। এ অপরাধে তাকে জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিট্রেট ও ধামরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ সামিউল হক( প্রধানমন্ত্রীর পদকপ্রাপ্ত) বলেন ধামরাইয়ের বিভিন্ন বাজারে পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং ভেজাল ঠেকাতে আমাদের চলমান অভিযানে ইসলামপুর কাঁচাবাজারে বেশকিছু অনিয়ম দেখা গেছে। এর মধ্যে শহিদুল নামে একজন মাংস ব্যবসায়ীকে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে খাসির মাংস বিক্রি করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply