নাজমুল ইসলাম, নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কাজিগঞ্জ বাজার “মঞ্জিল ষ্টোর” ১০ জানুয়ারি ২০২০ইং (বৃহস্পতিবার) দিবাগত রাত তিনটার সময় চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছে, ২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের, কাজির গাঁও গ্রামের বাসীন্দা সিরাজ মিয়ার পুত্র রেজাউল কবির (২৩)।জানা যায়, মঞ্জিল ষ্টোরের মালিক মঞ্জিল মিয়া, রাত ১০টার সময় উনার দোকানের কাজ শেষে করে সিসি ক্যামেরা অন করে তালাবন্ধ করে নিজ বাড়ি চলে যান। এবং রাত তিন(৩) টার সময় সি সি ক্যামেরায় দেখতে পান উনার দোখানে কে যেন চলাচল করতেছে। তাই মহুত্বের মধ্যে স্থানীয় কয়েকজন লোক নিয়ে আসেন। এসে হাতেনাতে চুর রেজাউল কবিরকে ধরে পেলেন।পরে জিজ্ঞেসাবাদে চোর স্বীকার করে যে, সে চুরি করতে এসেছে এবং এর আগেও বহুবার দোকানে মালসহ টাকা চুরি করেছে। এবং কাজিগঞ্জ বাজার জামে মসজিদ ইমাম হাফেজ এনামুল হকের মোবাইল চুরি যাওয়ার কথাও স্বীকার করেছে। ব্যবসায়ীদের দাবি সে অনেক মানুষকে পথে বসিয়েছে, এই চুরির জন্য বাহিরের কেহই কাজীগঞ্জ বাজারে ব্যবসা করতে রাজি হয়না। এবং বেশ কিছুদিন আগে “নিজ আগ কুড়ের পার” গ্রামের আফজাল মিয়ার মোবাইলের দোখান চুরি হয় এবং তিনি এমন ভাবে আর্থিক ক্ষতি গ্রস্ত হন যার কারণে ব্যবসাটা ছেড়ে দিতে হয়। তাই স্থানীয়দের আবেদন তাকে আইনের আওতায় নিয়ে কুটুর শাস্তির ব্যবস্থা করা হওক। শুক্রবার সকাল কাজিগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটিসহ, ২ নং ইউপি চেয়ারম্যান মোঃ আশিক মিয়া ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে আটক রেজাউল কবিরকে নিয়ে যায়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply