নুরুল বশর মানিক, কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার আদালতে ২ হাজার পিচ ইয়াবা টেবলেট পাচারের দায়ে একজনের ৭ বছর সশ্রম কারাদন্ড ও ৫ হাজার টাকা অর্থ দন্ড, অনাদায়ে আরো অতিরিক্ত ২ মাস বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। কক্সবাজারের যুগ্ন জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান সোমবার (১০ ফেব্রুয়ারী) এ রায় প্রদান করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, কক্সবাজার শহরের ঝাউতলায় হোটেল রেনেসাঁর সামনে ২০১৭ সালের ১৭ জানুয়ারি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম এক অভিযান চালিয়ে ২ হাজার পিচ ইয়াবা টেবলেট সহ টেকনাফ উপজেলার বালুখালী চেকপোস্টের পশ্চিম এলাকার আলী হোসেনের পুত্র মোহাম্মদ আবদুল্লাহকে গ্রেপ্তার করে। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ধনঞ্জয় চন্দ্র দেবনাথ বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যার থানা মামলা নম্বর ৮৭/২০১৭ (সদর থানা), জিআর নম্বর -৮৭/২০১৭ (সদর) ও এসটি মামলা নম্বর ৮৭৬/২০১৭। মামলায় ৪ জনের সাক্ষ্যগ্রহন, জেরা, যুক্তিতর্ক শেষে কক্সবাজারের যুগ্ন জেলা ও দায়রা জজ মাহমুদুল হাসান সোমবার ১০ ফেব্রুয়ারী মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯৯০ সালের ১৯ (১) টেবিলের ৯(খ) ধারায় এ রায় প্রদান করেন। আদালতে রাষ্ট্র পক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি এডভোকেট আবুল কাসেম।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply