নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
দিন দিন বেড়ে চলেছে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম চালিত স্মার্টফোনের গেইমের জনপ্রিয়তা। আর এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে অ্যান্ড্রয়েড ফোনের জন্য গেইম ডেভেলপমেন্টের পরিমানও। আর এদিক থেকে পিছিয়ে নেই মৌলভীবাজারের ছেলেরা ।
আমাদের মৌলভীবাজারের তরুণরাও তৈরি করে চলেছে নানারকম অ্যান্ড্রয়েড গেইম ও অ্যাপস । এর সাথে সর্বশেষ যুক্ত হল ফ্লাইয়িং ফিশ গেইম (Flying Fish Game) আকর্ষণীয় ফিচারে এই গেইমটি তৈরি করেছে ইস্কিল আই টি নামের একটি সফটওয়্যার নিমার্ণ ও গেইম ডেভেলপমেন্ট প্রতিষ্টান ।
ই-স্কিল আই টি’র প্রতিষ্টাতা ও মৌলভীবাজার জেলা ফ্রিল্যান্সার এসোসিয়েশনের সভাপতি মোঃ তারেক আহমদের সাথে কথা বলে জানা যায়, এই গেইমটি তৈরি করতে ১ মাস সময় লেগেছে তাদের টিমের। তাছাড়ায় শিশু শিক্ষা নামে একটি এ্যাপ আছে তাদের যা ২০১৬ সালে জাতীয় প্রর্যায়ে বেস্ট এ্যাপ নির্বাচিত হয় ।
ফ্লাইয়িং ফিশ গেইমটি খুবই সিম্পল এবং ৩ এম বি’র আকর্ষণীয় গেইম । বিশেষ করে কিশোর ও তরুণদের লক্ষ্যে করে তৈরি করা।
এই গেইমটি গুগল প্লে-স্টোরে পাওয়া যাবে এই লিংকে ।ডাউনলোডঃ https://play.google.com/store/apps/details?id=com.tarekahmed.flyingfish
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply