সরাইল প্রতিনিধি//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার “সাদাফ” উদ্যােগে রবিবার বিকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে “মাদককে না বলুন, সুস্থ্য সুন্দর জীবন গড়ে তুলুন এবং বাল্য বিবাহকে পরিহার করুন” এ শ্লােগানকে সামনে রেখে ক্রিকেট টুর্নামেন্ট টি-২০ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শেখ রাসেল মিনি স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া জেলার ৮টি দল এ ম্যাচে অংশগ্রহন করে সরাইল উপজেলার কুট্টাপাড়া স্পােটিং ক্লাব ও ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের হাটিহাত স্পােটিং ক্লাবের ফাইনাল ম্যাচে সরাইল উপজেলার কুট্টাপাড়া স্পােটিং ক্লাব বিজয় টফি অর্জন করে।
এতে বিশিষ্ট সমাজসেবক বীর মুক্তিযােদ্ধা ফয়জুর রহমান আনজুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, বিশেষ অতিথি ছিলেন এশিয়ান লিফট এন্ড ইঞ্জিনিয়ারিং লিঃ এর ম্যানেজিং ডিরেক্টর মোঃ সায়মুন ইসলাম, বিশিস্ট সাংবাদিক ও গবেষক মােস্তফিজুর রহমান, ও সরাইল উপজেলা প্রসক্লাবের সভাপতি মােঃ শফিকুর রহমান।
উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য এম এ মজিদ বক্সের ধারাভাষ্যে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply