সময়নিউজবিডি রিপোর্ট
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের কাশিনগর এলাকায় “কাশিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়” এর আয়োজনে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দিবসটি উদযাপন উপলক্ষে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা প্রভাতফেরী শেষে সকল ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।
পরে ভাষা শহীদদের স্মরণে বিদ্যালয় প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা ও তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
কাশিনগর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ছাত্রলীগ নেতা মোঃ ইয়াহিয়া আলীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সহকারী পরিচালক মোঃ সোহেল রানা। এসময় জাতির শ্রেষ্ঠসন্তান বীর মুক্তিযোদ্ধা, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply