আনোয়ার সুলতান//স্টাফ রিপোর্টা, সময়নিউজবিডি
গাজীপুরের কালিয়াকৈরে একটি ইটভাটাকে পুরোপুরি গুড়িয়ে দেয় এবং তিনটি ইটভাটাকে দুই লাখ করে মোট ছয় লাখ টাকা আর্থিক জরিমানা করেন ভ্রামমান আদালত।
গতকাল বুধবার (০৪ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত গাজীপুরের কালিয়াকৈর থানাধীন দরবাড়িয়া এলাকায় গাজীপুর পরিবেশ অধিদপ্তর, গাজীপুর জেলা কার্যালয়ের সার্বিক সহযোগিতায় পরিবেশ দূষণ বিরোধী অভিযান পরিচালনা করেন। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসন, গাজীপুর এর বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান। ইটভাটার গুলোর মধ্যে ৭ স্টার ব্রিকস ইটভাটাকে পুরোপুরি গুড়িয়ে দেওয়া হয় এবং রায়মা মেনু ব্রিকস, স্ট্রং ব্রিকস, ন্যাশনাল ব্রিকসকে দুই লাখ করে মোট ছয় লাখ টাকা জরিমানা করা হয় এবং ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।এ অভিযানে উপস্থিত ছিলেন, গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার। এছাড়া এ অভিযানে র্যাব-১, গাজীপুর আনসার ব্যাটালিয়ন সহযোগিতা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply