আব্দুল হান্নান//নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পাগলা শিয়ালের কামড়ে ১২জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় ও আজ শুক্রবার সকালে উপজেলার গোকর্ণ এলাকায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের গোকর্ণ গ্রামে একটি পাগলা শিয়াল লোকালয়ে এসে যাকে যেখানে পাচ্ছে সেখানেই কামড়াচ্ছে। আজ শুক্রবার সকালেও দুজনকে কামড়িয়েছে। পাগলা শিয়ালের কামড়ে আহতরা হলেন- গোকর্ণগ্রামের রোকন মিয়ার ছেলে রুমান মিয়া (০৬), শিশু মিয়া (৫৫), নুর আলীর স্ত্রী আয়েশা বেগম (৬৫), মুজিবুর মিয়ার মেয়ে ইয়াছমিন (১০), সৈয়দ মিয়ার স্ত্রী সােহা খাতুন(,৩৪),সুরেন্দ্র দেবের ছেলে লিটন দেব (৪৫), লিটন মিয়ার স্ত্রী ফারজানা বেগম (২৪), ইসমাইল মিয়ার মেয়ে নিপু বেগম (৬),কানু লাল সাম (৬৫), ও লাল মিয়ার ছেলে রায়হান মিয়া (৩৫)। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এলাকাবাসী পাগলা শিয়ালটি কে ধরতে আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply