জিয়াদুল হক বাবু//স্টাফ রিপোর্টার,সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ভ্রামমান আদালত পরিচালনা করে একজন পেঁয়াজ ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার আওলিয়া বাজারে পেঁয়াজ ব্যবসায়ী সহিদ মিয়ার দোকানে পণ্যের মূল্যে তালিকা না থাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫ হাজার টাকা অর্থদন্ড করেন উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাহবুবুর রহমান।
ভ্রাম্যমান আদালত পরিচালনায় সময় উপস্থিত ছিলেন বাজার কমিটির সভাপতি, স্থানীয় ব্যক্তিবর্গ ও পুলিশ প্রশাসন।
এ ব্যপারে সহকারি কমিশনার (ভূমি) মো : মাহবুবুর রহমান জানান, অতিরিক্ত দামে বিক্রি করায় এবং দ্রব্য মূল্য তালিকা না থাকায় এ পেঁয়াজ ব্যবসায়ীকে অর্থদন্ড করা হয়েছে। এছাড়াও বাজারে যেন দ্রব্যমূল্যে স্থিতিশীল রাখেন যে জন্য সকল ব্যবসায়ীদেরকে সর্তক করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply