স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলা প্রশাসনের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
স্বাধীনতার মহান স্থপতি জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে অন্যান্য বছরের চেয়ে এ বছর অধিক জাকজমক ও ব্যাপক কর্মসূচি নেওয়া হলেও বিশ্বব্যাপী করোনা ভাইরাসের সংক্রমণ মহামারি আকার ধারণের সম্ভাবনা বাংলাদেশেও পড়ার আশঙ্কায় সকল কর্মসূচি বাতিল করে সংক্ষিপ্ত আকারে মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজ প্রাঙ্গণে স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। এসময় উপস্থিত ছিলেন জেলা পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply