কক্সবাজার সংবাদদাতা//সময়নিউজবিডি
কক্সবাজারে বার্মিজ মার্কেট এলাকায় জীবাননাশক স্প্রে প্রয়োগ আর বিভিন্ন মুদির দোকান ও ঔষুধের দোকানে সামাজিক দূরুত্ব বজায় রাখার জন্য গোল চিহ্ন প্রদান করে জনগণকে সচেতন করল পৌর শাখার ৪নং ওয়ার্ড় ছাত্রলীগ ( উত্তর)।শনিবার (২৮মার্চ) সকালে কক্সবাজার পৌর ছাত্রলীগের আওতাধীন ৪নং ওয়ার্ড়ে এ কর্মসূচী শুরু হয়। এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর ছাত্রলীগের সভাপতি ( ভারপ্রাপ্ত) হাসান ইকবাল রিপন , ৪নং ওয়ার্ড় ছাত্রলীগ ( উত্তর) এর সভাপতি আসিফুল করিম আসিফ , সহ সভাপতি সাইদুল ইসলাম সানজু , যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান রবিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইমরান , উক্ত ওয়ার্ডের চাউল বাজারের ইউনিটের খাইক্যলাইন , থেন থেন ওয়ান ও সানজু প্রমুখ।
কর্মসূচীকালে আসিফ বলেন, শান্তির পতাকাবাহী প্রাণের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় বিপর্যয়ে জনগণের পাশে থাকবে।মানুষকে সচেতন করার জন্য ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছি।আল্লাহর রহমতে মানুষের কল্যাণে সেগুলো বাস্তবায়ন করবো।আপনারা ঘরে থাকুন,নিরাপদে থাকুন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply