সংবাদ শিরোনাম
সরাইলে অসহায় দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ আখাউড়ায় চেয়ারম্যান প্রার্থী মুরাদের সভা থেকে বিরিয়ানি জব্দ বিজয়নগরে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার ব্রাহ্মণবাড়িয়ায় হোন্ডা-সিএনজির মুখোমুখি সংঘর্ষ।। নিহত-১।। আহত-৫ শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রতিভার বিকাশ ঘটাতে হবে; ডিসি হাবিবুর রহমান ব্রাহ্মণবাড়িয়ায় উপকূল এক্সপ্রেসের হোসপাইপ ছিঁড়ে এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ- অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় ব্রাহ্মণবাড়িয়ায় সেরা বিজয়নগরে প্রতীক বরাদ্দের আগেই প্রচারনা চালানোর অভিযোগ চেয়ারম্যান প্রার্থী জাবেদের বিরুদ্ধে।। কারন দর্শানোর নোটিশ আদমপুরবাসী গতবার যেভাবে ভোট ও সহযোগিতা করেছেন আশা করি এবারও ভোট দিয়ে বিজয়ী করবেন ;লুৎফর রহমান মুকাই আলী আহ্সান উল্লাহ্ মাস্টারের শাহাদাত বাষির্কীতে বাউবির শ্রদ্ধা

করোনা ভাইরাস মোকাবেলায় লালমনিরহাটের কালীগঞ্জে ছাত্রলীগের ব্যাপক তৎপরতা

করোনা ভাইরাস মোকাবেলায় লালমনিরহাটের কালীগঞ্জে ছাত্রলীগের ব্যাপক তৎপরতা

লালমনিরহাট প্রতিনিধি//সময়নিউজবিডি

বাংলাদেশসহ বিশ্বব্যাপী বর্তমানে আতঙ্কিত নাম মহামারি করোনা ভাইরাস।বিশেষজ্ঞ গণের মতে, করোনা  ভাইরাস মোকাববেলায় প্রয়োজন ব্যাপক সচেতনতার।
গত ২৬/০৩/২০২০ ইং হতে বাংলাদেশে সরকারী ছুটি ঘোষনার পর  থেকে  ব্যাপক তৎপরতা লক্ষ করা যাচ্ছে সচেতনতা বাড়ানোর। 
জনসচেতনতা বাড়াতে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা অনুযায়ী লালমনিরহাটেও করোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লালমনিরহাট জেলা ছাত্রলীগের অন্যতম ইউনিট কালীগঞ্জ থানা শাখা ছাত্রলীগ নিরলস কাজ করে যাচ্ছে। 
গত ২৭ মার্চ থেকে এ পর্যন্ত   কালীগঞ্জ থানার বিভিন্ন এলাকায় জনসচেতনতা বাড়ানোর কাজে লিপ্ত থাকতে দেখা যায় কালীগঞ্জ থানা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী কে।
পহেলা এপ্রিল সোমবার রাতে জনসচেতনতা  বৃদ্ধির পাশাপাশি  থানা শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌছে দিতে দেখা যায়।  
এসময় থানা ছাত্রলীগের  সিনিয়র সহ সভাপতি মোঃ নুরন্নবী ইসলাম (ইউ.পি সদস্য) , সহ সভাপতি আবু মুসা ছোটন, উপ স্কুল ছাত্র বিষয়ক  সম্পাদক  তৌকির আহমেদ হৃদয় সহ থানা শাখা  ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে উপস্থিত থাকতে দেখা যায়।   কালীগঞ্জ থানা শাখা ছাত্রলীগের এমন উদ্দেগকে ধন্যবাদ জানিয়েছেন সহায়তা  ভোগীরা সেই সাথে সাধুবাদ জানিয়েছে স্থানীয় সচেতন মহলের অনেকেই।  এই উদ্যোগ সম্পর্কে  সহায়তা প্রাপ্ত এক ব্যক্তির সাথে কথা বল্লে তিবি জানান— “” বর্তমানে বাড়ি থ্যাকি ব্যারায় জায়  না, কাম কাইজ কিছু নাই ছাত্রলীগে ছোয়ার গর ভালে সাহায্য করিল ” ” 
এ বিষয়ে জানতে চাইলে থানা  ছাত্রলীগ নেতারা জানান, “কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা পাওয়ার পর জেলা ছাত্রলীগ সভাপতি এবং সাধারণ সম্পাদক সচেতনতা বাড়াতে  বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে।  এবং আমরা সর্ব সাধারণের দোরগোরায় গিয়ে জনসচেতনতা বাড়াতে কাজ করে যাচ্ছি। 
আমরা প্রায় দিনই সাধারণ জনগনের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছি।  আজ কিছু খেটে খাওয়া মানুষকে অতি সামান্য সহায়তা প্রদানের চেষ্টা করলাম। সকলের উদ্দেশ্যে তারা বলেন,  আপনারা  নিজ নিজ অবস্থান থেকে কর্মহীন হয়েপরা মানুষের পাশে দাড়ান।  সেইসাথে বিত্তবান ভাইদের  নিকট আকুল আবেদন জানাচ্ছি আপনারা অসহায়দের সহায়তায়  এগিয়ে আসুন । এবং সকলেই সামাজিক দূরত্ব বজায় রাখুন,  অপ্রয়োজনে ঘরের বাহিরে কেউ যাবেন না। আমাদের সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় করোনা ভাইরাস মোকাবেলা করতে সক্ষম হবো ইনশাহ্আল্লাহ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।    

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com