স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে গৃহীত সিদ্ধান্তসমুহের বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরসহ ০৯ টি উপজেলায় সরকারি আদেশ অমান্য করে বিনা কারণে বাইরে ঘুরে বেড়ানো, দোকান খোলা রাখা এবং গণজমায়েত করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩৩ জন ব্যক্তিকে জরিমানা করা হয়। শুক্রবার (১০ এপ্রিল) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা সদর সহ জেলার ৯টি উপজেলায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের জরিমানা করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করে বলেন ৩৩ জনকে ৩৬ হাজার টাকা জরিমানা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply