বিশেষ প্রতিবেদক//সময়নিউজবিডি
করোনা ভাইরাস কুভিড-১৯ সংক্রমণে সারাবিশ্ব যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিজেদের ক্ষমতার দাপট দেখাতে প্রতিপক্ষের মোবারক মিয়া নামে এক জনের পা কেটে ও কাটা পা হাতে নিয়ে উল্লাস করছে। এমনকি জাতিরজনক বঙ্গবন্ধুর সেই জাতীয় স্লোগান “জয় বাংলা জয় বঙ্গবন্ধু ” স্লোগান দিয়ে নিজেদের সমর্থক লাঠিয়াল বাহিনী নিয়ে আনন্দ মিছিল করতেও দেখা গেছে।
রবিবার (১২ এপ্রিল) করোনা ভাইরাস প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের ঘোষিত লকডাউন ভেঙ্গে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হয় দু’পক্ষই।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমানের সাথে থানাকান্দি গ্রামের বাসিন্দা কাউসার মোল্লার দীর্ঘদিন ধরে এলাকায় নিজেদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র বিরোধ চলে আসছিল। এসব বিরোধের জেরধরে রবিবার সকাল ১০ টায় উভয পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। এতে মোবারক হোসেন (৪৫) বছর বয়সী একজনের পা কেটে হাতে নিয়ে মিছিল করেন বিপক্ষের লোকজন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে ভাংচুর ও অগ্নিসংযোগ এর ঘটনা ঘটে।
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী সংঘর্ষ এড়াতে এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply