বিশেষ প্রতিবেদক//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সড়ক দূর্ঘটনায় মোঃ সুমন মিয়া (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ এপ্রিল) সকাল ১১টায় উপজেলার চান্দুরা-আখাউড়া সড়কের চম্পকনগর ইউনিয়নের ঘেরাগাঁও নামক এলাকায়। জানা যায়, সোমবার সকালে বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের জামাল উদ্দিন ভুইয়ার ছেলে সুমন মিয়া বন্ধুদের সাথে পাওয়ারট্রলির শ্রমিক হিসেবে বাড়ি থেকে বের হন। পরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের ঘেরাগাঁও অবস্থিত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় আসলে সুমন পাওয়ারট্রলির এক পাশ হতে আরেক পাশে যেতে চাইলে এসময় পা ছিটকে নিচে পড়ে যায়। এসময় সুমনের উপর দিয়ে পাওয়ারট্রলির ছাপায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চম্পকনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply