করোনা দুর্যোগে ক্ষতিগ্রস্ত কর্মহীন রিক্সা-ভ্যান ও অটো চালকদের মাঝে ব্যক্তিগত উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাড. লোকমান হোসেন।
সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩ টায় সদর উপজেলার মজলিশপুরের বাকাইল উচ্চ বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে ও সদর ৩ আসনের মাননীয় সংসদ সদস্য যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা, জনবান্ধব জননেতা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর অনুপ্রেরণায় সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সামাজিক দূরত্ব বজায় রেখে আজ মজলিশপুর ইউনিয়নের বাকাইল উচ্চ বিদ্যালয় মাঠে ৮০ টি কর্মহীন খেটে খাওয়া পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মজলিশপুর ইউনিয়নের চেয়ারম্যান হাজী তাজুল ইসলাম, মজলিশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ডা. বজলুর রহমান সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, শিক্ষক মোঃ হেলাল উদ্দিন, মোঃ আল ইসলাম, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্লাল আহমেদ,মোঃ দেওয়ান আলী,ইউনিয়ন ছাত্রলীগ নেতা মেহেদী হাসান মুন্না,মোক্তার হোসেন, মোঃ ইউনুছ মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।এসময় অ্যাড.লোকমান হোসেন সরকারের নির্দেশনা মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে এবং দেশের এই ক্রান্তিকালে বিত্তবানদের সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply