পবিত্র রমজান মাসে বার্তা যে সবারমানুষে মানুষে প্রীতি সহানুভূতি গড়ারআরাম আয়েশ ত্যাগ করে ছেড়ে পানাহারগরীবের ক্ষুধা কি উপলব্ধি করার।ক্ষুধার কি জ্বালা, যদি না জুটে পেটে ভাত কাটে কিভাবে গরীবের দিন রাত।মানবসেবায় নিবেদন করতে মনপ্রাণশিক্ষার বার্তা যে এই পবিত্র রমজান। সমাজের মানুষ যত সামর্থবান, সকলের প্রতি জানাই আহবানআছে কি আশেপাশে অর্ধাহারী অনাহারীখলি পেটে অসহায় শিশু বৃদ্ধ নর নারী,রাখো খোজ প্রতিবেশীর, সমাজের সবার ক্ষুধার জ্বালা মেটাতে কাদের প্রয়োজন খাবার।এই পবিত্র রমজান মাসে স্রষ্ঠার সন্তুষ্টি যাদের দরকারপরিহার করো বিলাসী সম্ভার ইফতার,পূন্য তো অনাহারীকে দিলে খাবার।একা আয়েশী খাবার করে পরিহারখোঁজ করো আশে পাশে কেউ আছে কি অনাহার।গরীবের ক্ষুধা করে নিবারণতাদের জীবনে দাও প্রশান্তির আবরণ।মন খুলে হয়ে উদার উজার মুক্ত হস্তে দাও অনাহারীকে খাবার তা নাহলে দিনে ছেড়ে পানাহার হবে না পূন্য হবে না যে সন্তুষ্টি স্রস্টার।মহামারী সংকটে যখন বন্ধ কর্ম-রোজগারজুটে না কপালে অনেকের দুবেলা আহারসময় যে এখন তাদের পাশে দাঁড়াবার। সন্তুষ্টি পেতে মহান সৃষ্টিকর্তারক্ষুধা নিবারণে সাম্য দরকারসমাজের যাঁরা সামর্থবানসকলের প্রতি তাই করি আহবান দুঃসময়ে করো গরীবেরে দান ক্ষুধার জ্বালা যেন সবার মিটেসম্প্রীতির সমাজে সবার হাসি ফুটে।
সময়কথন : ২৮-০৪-২০২০, প্রথম পাঠ ও উৎসাহ : বন্ধু শিমুল
লেখক – আল আমিন শাহীন
সভাপতি – ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদ।
সিনিয়র সহসভাপতি – ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব।
প্রকাশক ও সম্পাদক – সাপ্তাহিক নতুন মাত্রা।
Leave a Reply