লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে হতদরিদ্রদের পাশে দাড়িয়েছে বেসরকারি প্রতিষ্ঠান সততা সমাজ কল্যাণ সংস্থা ভেলা বাড়ি, আদিতমারি, লালমনিরহাট। চলমান করোনা মহামারিতে নিম্ন আয়ের এবং হতদরিদ্রদের মাঝে সামাজিক দুরত্ব বজায় রেখে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সংস্থাটি। ১০ মে (রবিবার) নিজস্ব অর্থায়নে ৫০০ হতদরিদ্রের হাতে জেলার আদিতমারি উপজেলার ভেলাবাড়ি স্কুল এন্ড কলেজ মাঠে ত্রাণের প্যাকেজ তুলে দেন সংস্থাটির সদস্যগণ। এসময় উপস্থিত ছিলেন লালনিরহাট জেলার আদিতমারী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মনছুর উদ্দিন। ত্রাণ বিতরণ অনুষ্ঠানে সততা সমাজ কল্যাণ সংস্থা (এসএসকেএস) র’ চেয়ারম্যান মোঃ গোলাম সারোয়ার হোসেন বলেন, করোনা ভাইরাস প্রাদুর্ভাবে দেশের অনেক মানুষ কর্মহীন হয়ে পরেছে। অসহায় সমাজের নিম্ন বিত্ত পরিবার গুলোও। আমাদের সংস্থার উদ্দোগে সামর্থ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। অসহায়দের পাশে দাড়াতে পেরে খুবই ভালো লাগছে। (এসএসকেএস) সংস্থার সাধারণ সম্পাদক মোছাঃ এলিফা আক্তার প্রামানিক বলেন, জাতির এ দুর্দিনে আমাদের সংস্থার সদস্যগন বাড়ি বাড়ি গিয়ে সচেতনতা মূলক প্রচারণা চালাচ্ছে। আজ ত্রাণ বিতরণ করলাম। দেশের বড় বড় বেসরকারী সংস্থা গুলোকে অসহায় ও কর্মহীনদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, সংস্থার সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ উপস্থিত অন্যান্য সদস্যগন সকলকে মহামারি করোনা ভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সামাজিক দুরত্ব বজায় এবং সচেতন থাকার আহ্বান জানান। সেই সাথে দেশের অন্যান্য বেসরকারি সংস্থা সহ বিত্তশালীদের অসহায়দের পাশে দাঁড়ানোর অনুরোধ জানিয়েছেন (এসএসকেএস) সংস্থাটি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply