সময়নিউজবিডি রিপোর্ট
বৈশ্বিক করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন হয়ে পড়া ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১২ মে) উপজেলার মোট ৯ হাজার ৩শত পরিবারের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসনের মাননীয় সংসদ সদস্য ক্যাপ্টেন (অবঃ) এ বি তাজুল ইসলাম, জেলা প্রশাসক হায়াত – উদ- দৌলা খাঁন, জেলা পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ার, সহকারি কমিশনার (ভূমি) নাফিসা নাজ নীরা, উপজেলা চেয়ারম্যান মো: সিরাজুল ইসলাম সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।
খাদ্য সহায়তার মধ্যে ৯৩০০ জনের মধ্যে ১০ কেজি হারে ৯৩ মে টন চাল, ১৫৮৩ জনের মধ্যে নগদ ৫,১২,০০০/- টাকা ও ৫২০ জন মায়েদের মধ্যে ১,০৪,০০০/- টাকা সমপরিমাণ শিশু খাদ্য বিতরণ করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply