সরাইল প্রতিনিধি//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বৃহস্পতিবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে ব্যুরো চাল সংগ্রহ অভিযান উদ্বােধন করেছেন সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মােসার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা নুর আলী, ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা হাফছা হাই, সরাইল উপজেলা প্রেসক্লাবের সভাপতি মােঃ শফিকুর রহমান, বিজয় টেলিভিশনের সরাইল উপজেলা প্রতিনিধি মােহাম্মদ মাসুদ মিয়া, সাংবাদিক নারায়ন চক্রবর্তী প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এএসএম মােসা বলেন, ৩১টি আটাে রাইস মিল থেকে উপজলা খাদ্য গুদাম ১ হাজার ৯ শত ৯৯ মেঃ টন বােরাে সিদ্ধ চাল প্রতি কেজি ৩৬ টাকা। ৮ টি আটাে রাইস মিল থেকে ৯ শত ০২ মেঃ টন আতব চাল প্রতি কজি ৩৫ টাকা দরে সংগ্রহ করা হবে। পর্যায়ক্রমে মিলাররা এ চাল দিয়ে যাবে। আমরা কােয়ালিটি অনুযায়ী চাল সংগ্রহ করেছি। কােয়ালিটি চাল না হলে আমরা চাল ক্রয় করব না।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply