স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বর্তমান বৈশ্বিক করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া মধ্যবিত্ত পরিবারের মানুষদের মানবিক সহায়তার জন্য ৩৩৩ হেল্প নাম্বারটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। তিনি বলেন, সরকারের খাদ্য সহায়তা প্রাপ্তিতে সহজ মাধ্যম হিসেবে ঘরে বসে কল করে মানুষ তাদের প্রয়োজনীয়তা আমাদের জানাতে পারছে। করোনা পরিস্থিতিতে এমনও মানুষ আছেন যাদের খাদ্য সহায়তা প্রয়োজন, কিন্তু সম্মানহানি ও লোকচক্ষুর আড়ালে নিতে পারছেনা এমন নাগরিকদের ক্ষেত্রে আমরা তাদের পরিচয় গোপন রেখে তাদের ঘরে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছি। কিন্তু ৩৩৩ হেল্প নাম্বারটির সেবার বিষয়টি অনেকেই জানেন না সে জন্য আজকের এ প্রেস ব্রিফিং।
রবিবার (১৭ মে) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের কুমারশীল মোড়ে সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে হেল্প নাম্বার ৩৩৩ এর প্রচারণারয় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিংএ জেলা প্রশাসক এসব কথা বলেন।
জেলা প্রশাসক আরো বলেন, প্রতিদিন ৩৩৩ এ দুই শতাধিক কল আসছে। কলে সেবাপ্রাপ্তি ব্যক্তিগনের স্ব স্ব উপজেলার ইউএনও এর মাধ্যমে সেবা প্রদান করা হচ্ছে। তিনি বলেন, এই হেল্প নাম্বারটির মাধ্যমে ইভটিজিং, বাল্যবিবাহ রোধসহ বিভিন্ন অপরাধ দমনে সহায়ক ভূমিকা পালন করবে।
ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ.আ.ম. রশিদুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শামসুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রুহুল আমিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন সংবাদমাধ্যমের প্রতিনিধিগন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply