স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
করোনা ভাইরাস (কুভিড-১৯) প্রতিরোধে সরকারের দেওয়া নির্দেশনা মেনে চলুন কেউ অনাহারে থাকবেন না জানিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে করোনা ভাইরাস প্রতিরোধে সরকার কাজ করে যাচ্ছেন। পাশাপাশি করোনা প্রতিরোধে সারাদেশে লকডাউন অব্যাহত থাকায় কর্মহীন হয়ে পড়া অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে সরকারিভাবে খাদ্য সহায়তা প্রদান কার্যক্রম অব্যাহত রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায়ও সরকারি বেসরকারি, সামাজিক ও স্বেচ্ছাসেবক সংগঠনের মাধ্যমে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। তিনি বলেন, জেলা প্রশাসনের নেতৃত্বে জেলা পুলিশ, সেনাবাহিনীর সদস্যদের সাথে করোনা প্রতিরোধে জনসচেতনতা ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সহযোগিতা করে যাচ্ছেন।
রবিবার (১৭ মে) ব্রাহ্মণবাড়িয়া নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে করোনা দূর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক উপহার সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন তিনি।
করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া পরিবহন শ্রমিক, শিল্প শ্রমিক, নির্মাণ শ্রমিক, অটোরিকশা চালক, গাড়ি চালকসহ বিভিন্ন শ্রেণি পেশার এক হাজার মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন,পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এবিএম মশিউজ্জামান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply