স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের মাননীয় সংসদ সদস্য এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী’র পক্ষ থেকে ঈদ উপহার হিসেবে শাড়ি থ্রি পিস ও বাচ্চাদের পোশাক বিতরণ করা হয়েছে।
শনিবার (২৩ মে) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইর লাখুনিয়া দিঘী আশ্রয়ন, মজলিশপুর আশ্রয়ন এবং মজলিশপুর আমিরপাড়া আশ্রয়ন প্রকল্পের বাসিন্দাদের মাঝে ১৫০ পিস শাড়ি, ৩০ পিস থ্রি পিস এবং ২৫ পিস ছোট বাচ্চাদের পোশাক বিতরন করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ বড়ুয়া মোকতাদির চৌধুরী এমপির পক্ষে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply