সময়নিউজবিডি রিপোর্ট
আগামীকাল সোমবার (১ জুন) ভোর ৫ টা থেকে সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে ঢাকা-ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা বাস সার্ভিসগুলো পুনরায় চালু হচ্ছে । প্রায় দুই মাস লকডাউনে থাকার পর জেলা শহরের দক্ষিণ পৈরতলা বাস স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে আগের চেয়ে ভাড়া বাড়বে ৬০%। পূর্বে ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকার বাসভাড়া ছিল ২শত টাকা।
নিম্নে যাত্রীদের সুবিধার্থে বিভিন্ন বাস সার্ভিসের দক্ষিণ পৈরতলা কাউন্টারের যোগাযোগ নাম্বার দেয়া হল।
(০১) সোহাগ পরিবহণ – গন্তব্যঃ ঢাকা কমলাপুর মোবাইল- ০১৯৭৬৬৯৯৩৪০, (০২) উত্তরা পরিবহণ, গন্তব্যঃ ঢাকা মহাখালী, মোবাইল- ০১৭৮৩৮৬০৩৫২, (০৩) রয়েল বাস সার্ভিসগন্তব্যঃ ঢাকা কমলাপুর, মোবাইল- ০১৮৭২৬৩০৬৬২, (০৪) তিতাস বাস সার্ভিসগন্তব্যঃ ঢাকা মহাখালী মোবাইল- ০১৮৩৩৫৫৭৪৪৭, (০৫) তিশা পরিবহণগন্তব্যঃ ঢাকা কমলাপুর মোবাইল- ০১৬৭৫৯৬৯০৩৬।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply