ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আজীবন সদস্য, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও বলেছেন, করোনার বিস্তারে যে সংকট ও পরিস্থিতি সৃষ্টি হয়েছে তা মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। তিনি বলেন, বর্তমানে যে পরিস্থিতি রয়েছে তাতে সকলেরই স্বাস্থ্যবিধি যথাযথ পালন করা দরকার। তিনি সকলকে প্রয়োজন ছাড়া ঘর থেকে না বের হওয়ার জন্য এবং ঘরে নিরাপদে থাকার অনুরোধ করেন। তিনি বলেন সংকটকালীন সময়ে সাংবাদিক সমাজ সাহসী ভূমিকা পালন করছে। প্রত্যন্ত এলাকা পর্যন্ত অসহায় দরিদ্র জনগোষ্ঠী কর্মহীন মানুষের পাশে সমাজের সামর্থবানদের সহায়তা করার উদাত্ত আহবান জানান ওলিও।
বৃহস্পতিবার (০৪ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে লায়ন ফিরোজুর রহমান ওলিও এ আহবান জানান।
সৌজন্য সাক্ষাৎকালে ফিরোজুর রহমান ওলিও সাংবাদিকদের জন্য প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে শুভেচ্ছা উপহার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহবায়ক খ. আ ম রশিদুল ইসলাম , সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী, আহবায়ক কমিটির সদস্য আল আমীন শাহীন, মফিজুর রহমান লিমন, শাহজাহান সাজু, মুজিবুর রহমান খান প্রমুখ। অন্যান্যের মধ্যে ছিলেন স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপক কাজী কাইয়ূম খাদেম, জসীমউদ্দিন। (প্রেস বিজ্ঞপ্তি)
Leave a Reply