নাজমুল ইসলাম,নবীগঞ্জ প্রতিনিধি
ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সৈয়দপুর বাজার নামক স্থানে রবিবার (০৭ জুন) দুপুরে মাইক্রোবাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১০ জন হয়েছেন। আহতদের স্হানীয় লোকজন উদ্ধার করে সৈয়দপুর বাজারে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন। আহতরা হলেন নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের কামারগাঁও গ্রামের ইব্রাহিম মিয়া (২৬), সোহেল মিয়া (২৪), মোছাঃ তান্নি আক্তার (১৬) ও সিলেট মধুশহীদ এলাকার মুন্সিবাড়ির বাসিন্দা পলক দাশ (২৬)। বাকি আহতদের পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়, মহাসড়কের উল্লেখিত স্থানে দুপুর সাড়ে ১১ টায় দুর্ঘটনাটি ঘটে। এ সময় মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। খবর পেয়ে শেরপুর হাইওয়ের একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করে। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে পুলিশের ওসি এরশাদুল হক ভূইয়া।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply