গাছ লাগান, পরিবেশ বাঁচানপ্রধানমন্ত্রী’র এই স্লোগানকে ধারণ করে বৃক্ষরোপণ করলো ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
আজ শনিবার (২০ জুন) সারাদেশে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবুর নির্দেশে আজ সকাল ১১ টায় স্থানীয় গভমেন্ট মডেল গার্লস হাই স্কুলে বৃক্ষরোপণ করে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।
বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম সাইদুজ্জামান আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাইদুর রহমান জুয়েল, মোঃ জামাল হোসেন, সদর সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি একেএম মফিজুল হক ভূঁইয়া মামুন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূঁইয়া শিপু,পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আরিফুল ইসলাম।
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট লোকমান হোসেন জানান, মুজিববর্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলার সবকটি উপজেলায় পাঁচ হাজার চারাগাছ রোপন করা হবে। পর্যায়ক্রমে বৃক্ষরোপন কর্মসূচী সফল বাস্তবায়নে তিনি সংগঠনের সকল স্তরের নেতৃবৃন্দ সহযোগিতা কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply