মোঃ আব্দুল হান্নান//নাসিরনগর প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নে অবস্থিত মেঘনা ব্রিকফিল্ডের মালিকানা নিয়া দীর্ঘদিন যাবৎ ইউনিয়নের বালিখোলা গ্রামের দানু মিয়া ও দুর্গাপুর গ্রামের মৃনালকান্তি দাস গং ৮ জনের মাঝে দীর্ঘ সংঘর্ষ ও মামলা মোকদ্দমা চলে আসছিল। এই নিয়ে এক পক্ষ অন্য পক্ষের বিরোদ্ধে একাধিক মামলা মোকদ্দমাও করে আসছিল। আসামী পক্ষ পুলিশ দিয়ে বাদী পক্ষকে হয়রানির অভিযোগও দীর্ঘদিনের।
পুলিশি হয়রানি থেকে পরিত্রাণ পেতে অবশেষে বালিখোলা গ্রামের নাদির হোসেনের ছেলে মোঃ দানু মিয়া বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিজ্ঞ সিনিয়র সহকারী জজ নাসিরনগর আদালতে দেওয়ানী ৪৫/২০১৫ মামলা দায়ের করেন।মামলায় দুর্গাপুর গ্রামের মনিন্ড চন্দ্র দাসের ছেলে মৃণাল কান্তি দাস,সুনামগঞ্জ জেলার তেঘরিয়া গ্রামের এনছর মোঃ ওয়াহিদ হোসেনের ছেলে আবু সাঈদ মোঃ খালিদ,গোর্কণ ইউনিয়নের নুরপুরগ্রামের সৈয়দ আবু আলীর ছেলে সৈয়দ আবুল কালাম আজাদ, তৎকালীন নাসিরনগর থানায় কর্মরত এসআই নুরুন্নবী, ওসি মোঃ আব্দুল কাদির, ওসি তদন্ত মহীবুর রহমান, দুর্গাপুর গ্রামের আশ্রব আলীর ছেলে মোঃ অহিদ মিয়া, মৃত রেবতি মোহন রায়ের ছেলে হিরালাল রায়কে আসামী করা হয়।
পরে উভয় পক্ষের বিজ্ঞ আইনজীবীদের যুক্তিতর্ক ওদীর্ঘ শুনানীর পর বিজ্ঞ আদালত ২০১৯ সালের ২৭ নভেম্বর মামলাটি বাদীর পক্ষে রায় প্রদান করেন ও বিবাদীর সেখানে যেতে বাধা নিষেধ করেন। মামলার আইনজীবি এডঃ মাজহারুল আনোয়ার মেরাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply