স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
বৈশ্বিক করোনা ভাইরাসে (কুভিড-১৯) ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে আরো ৮১ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১৭৪ জন। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪ জন। মৃত্যু হয়েছে ৪ জনের।
ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জন ডাঃ একরাম উল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার (০৩ জুলাই) দুপুরে ৩৯৩ টি রিপোর্ট আসে। এর মধ্যে ৮১ জন করোনা সনাক্ত হয়েছে। ৮১ জনের মধ্যে সদর উপজেলায় ২৭ জন, কসবায় ১৯ জন, নবীনগরে ১৭ জন, সরাইলে জন ৬ জন, আশুগঞ্জে ৫ জন, আখাউড়ায় ৩ জন, নাসিরনগরে ২ জন ও বিজয়নগরে ২ জন।
এদিকে আজ শুক্রবার দুপুর পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়েছে ৩৯৫ জন, আখাউড়া ৭৭ জন, বিজয়নগরে ৪০ জন, নাসিরনগরে ৫২ জন, বাঞ্ছারামপুরে ৮৬ জন, নবীনগরে ১৮৪ জন, সরাইলে ৮৮ জন, আশুগঞ্জে ৬০ জন ও কসবায় ১৯২ জন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply