সময়নিউজবিডি টুয়েন্টিফোর রিপোর্ট
মহামারি করোনা ভাইরাস (কুভিড-১৯) সংক্রমণের প্রাদুর্ভাব বাংলাদেশে সংক্রমিত হওয়ার পর বিনামূল্যে করোনার নমুনা সংগ্রহ এবং করোনা রিপোর্ট দেওয়ার কথা বলে স্বাস্থ্য অধিদপ্তরের সাথে বেসরকারি হাসপাতাল রিজেন্ট হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর সাথে চুক্তিপত্র করার পর রোগীদের কাছ থেকে ৪/৫ হাজার টাকা নিয়ে ভুয়া করোনা রিপোর্ট সরবরাহের ঘটনায় অভিযুক্ত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিম ওরফে সাহেদকে গ্রেপ্তার করেছেন র্যাব।
বুধবার (১৪ জুলাই) ভোর ৫ টায় সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর বেইলি ব্রীজের পাশে নর্দমার মধ্যে থেকে বোরকা পরিহিত অবস্থায় একটি ড্রেইন থেকে তাকে গ্রেপ্তার করেন র্যাব।
সাতক্ষীরা র্যাব ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ বজলুর রশিদ গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এসময় সাহেদের কাছ থেকে একটি অবৈধ পিস্তলসহ জাল টাকা উদ্ধার করেন। র্যাব জানিয়েছেন, ভারতে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে সেখানে আত্মগোপনে ছিলেন সাহেদ।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply