আব্দুল হান্নান, নাসিরনগর প্রতিনিধি
চলমান মাদক বিরােধী অভিযানের অংশ হিসাবে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার অফিসার ইনচার্জ এটিএম আরিছুল হকের নেতৃত্বে এস.আই ময়নাল হােসেন খাঁন, এএসআই শামীম আহমেদ সংগীয় ফাের্স নিয়ে গতকাল রবিবার (১৯ জুলাই) দুপুরে অভিযান পরিচালনা করে লাখাই- নাসিরনগর- ব্রাহ্মণবাড়িয়া রােডে মফিজ মিয়ার বাড়ীর নিকট লাখাই টু ঢাকা চলাচলকারী গােলাপ বাস আটক করে ৩ কেজি গাঁজা সহ ৩ জনকে গ্রেপ্তার ও একটি বাস জব্দ করেছে। গ্রেপ্তারকৃতরা হলো-বাসের সুপারভাইজার কিশােরগঞ্জ জেলার অষ্ট্রগ্রাম উপজেলার আদমপুর গ্রামের গাজী মুজিবুর রহমানের ছেলে গাজী মাহবুবুর রহমান, ড্রাইভার ঢাকার মােহাম্মদপুর নুর জাহান রােডের ব্লক নং-১১/৩ এর বাসিন্দা নাছিম মিয়ার ছেলে মাছুম মিয়া (৪০), মাদারীপুর জেলার মাদারীপুর উপজেলার ত্রিবাদী গ্রামের মৃত লতিফ চকদারের ছেলে রুবেল চকদার (৩০)। ওই ঘটনায় এসআই ময়নাল হােসেন খাঁন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম আরিছুল হক জানান গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply