ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট আওয়ামী লীগের নাম ভাঙ্গিয়ে ফেইসবুক পেইজ ও গ্রুপ খুলে প্রচারণা চালানোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ। আজ শনিবার এক বিবৃতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়,কিছুদিন ধরেই লক্ষ্য করা যাচ্ছে,ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ ও ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট আওয়ামী লীগের নামে গ্রুপ ও পেইজ খুলে নানা রকমের প্রচারণা চালানো হচ্ছে। অথচ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাথে এসব গ্রুপ বা পেইজের কোনো সম্পর্ক নেই। জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটি কোনোভাবেই তাদের সমর্থন করে না। জেলা আওয়ামী লীগের অনুমোদন না নিয়ে এ ধরণের কর্মকান্ড পরিচালনাকে দল ও সংগঠন কিরোধী কাজ বলেই মনে করছে জেলা আওয়ামী লীগ। অনতিবিলম্বে এসব গ্রুপ ও পেইজ ডিলেট করে কার্যক্রম বন্ধ না করলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করবে।ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জননেতা আল মামুন সরকার বলেন,জেলা আওয়ামী লীগ সংগঠনের নামে কোনো গ্রুপ বা পেইজ খুলে প্রচারণা চালানোর অনুমোদন বা সমর্থন দেয়নি। যারা এসব করছে আমরা তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবো। তিনি এ ব্যাপারে জেলা পুলিশ সহ জেলায় কার্যকর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তদন্ত করে এ বিষয়ে ব্যবস্থা নেয়ার আহবান জানান। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply