স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন ও দুইজন আহত হয়েছে।
শনিবার (০১ আগস্ট) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈশামুড়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন – মোঃ শরীফ (৩০) ও ফাহিম খান (১৮)। আহতরা হলেন- কনক দাস (৩৫) ও ইমরান খান (২৫)।
নিহত শরীফ নরসিংদীর বড়বাজার এলাকার আব্দুর রউফের ছেলে ও ফাহিম খান ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নয়নপুর এলাকার ইব্রাহিম খানের ছেলে।
খাঁটিহাতা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মনিরুজ্জামান চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দু’দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক মোটরসাইকেল আরোহী নিহত হয় ও আরেকজন কে জেলা সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply