স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্চারামপুরে ৯টি ককটেল সদৃশ্য বোমা উদ্ধারের পর নিষ্কৃয় করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা ডিসপ্লোজাল বিভাগের সদস্যরা।
গতকাল মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে ঢাকা থেকে ইন্সপেক্টর আজিজুল হকের নেতৃত্বে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা ডিসপ্লোজাল বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌছে ককটেল সদৃশ্য হাতবোমা গুলো উদ্ধার করে নিষ্কৃয় করেন। বোমাগুলো নিষ্কৃয় করার সময়ে শব্দে আশপাশের এলাকা কেঁপে উঠে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) মকবুল হোসেন সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আইয়ূবপুর ইউনিয়নের বাঁশগাড়ি গ্রামের আবুল কাশেম মিয়ার পরিত্যক্ত বাড়িতে প্লাষ্টিকের বস্তায় ককটেল সদৃশ্য ৯টি হাত বোমা পাওয়া যায়। পরে বিষয়টি পুলিশ সুপারকে অবগত করা হয়। বিকেল ৫টার দিকে ঢাকা থেকে ইন্সপেক্টর আজিজুল হকের নেতৃত্বে কাউন্টার টেরোরিজম ইউনিটের বোমা ডিসপ্লোজাল বিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌছে ককটেল সদৃশ্য হাতবোমা গুলো উদ্ধার করে নিষ্কৃয় করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply