স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিখোঁজের একদিন পর মুকুন্দ সাহা- (৭৫) নামের এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার কাইতলা ইউনিয়নের কাইতলা গ্রামের একটি ঝেঁাপ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মুকুন্দ সাহা কাইতলা গ্রামের বাসিন্দা ও তিনি কাইতলা বাজারের একজন ব্যবসায়ী ছিলেন।
এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, বুধবার দুপুরে খাবার খেয়ে মুকুন্দ সাহা বাড়ি থেকে বের হন। রাতে আর বাড়িতে ফিরেননি। সম্ভাব্য সকল স্থানে খঁুজেও তাকে পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশের একটি ঝেঁাপ থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
এ ব্যাপারে নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারন জানা যাবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply