স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে প্রধানমন্ত্রীর ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর আওতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মার্কেটের সামনে শেড নিমার্ণ করে কাঁচামাল, মাছ ও ফলের দোকান করে দেয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার এ.বি.এম আজাদ এই মার্কেটের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খান, আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ হানিফ মুন্সী, উপজেলা নিবার্হী অফিসার মোঃ নাজিমুল হায়দার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা প্রমুখ।
পুনবার্সন হওয়া ছয় ভিক্ষুক হলেন, উপজেলার সদর ইউনিয়নের রমজান মিয়ার স্ত্রী মমতাজ বেগম, চর-চারতলা ইউনিয়নের মরহুম রবিউল্লাহর ছেলে শফিকুল ইসলাম, আবদুল বারিক মিয়ার ছেলে আবদুল কাদির, চান মিয়ার স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম, পুরাগুদাম এলাকার আশ্রাব আলীর স্ত্রী আনোয়ারা বেগম ও যাত্রাপুর গ্রামের তাজুল ইসলামের স্ত্রী মোছাঃ ফাতেমা বেগম।
এর আগে বিভাগীয় কমিশনার সরাইলের বেড়তলায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে নির্মিত শিক্ষা প্রতিষ্ঠান কাজী নজরুল ইসলাম বিদ্যা নিকেতন পরিদর্শন করেন।
এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মোঃ নাজিমুল হায়দার জানান, মাননীয় প্রধানমন্ত্রীর নেয়া ভিক্ষুক পুনবার্সন কর্মসূচির আওতায় উল্লেখিত ছয়জন ভিক্ষুককে ভিক্ষাবৃত্তি থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের এ উদ্যোগ সহায়তায় নেয়া হয়েছে। তিনি বলেন, শেড নিমার্ণ ছাড়াও প্রত্যেককে দোকান পরিচালনার জন্য পঞ্চাশ হাজার টাকার মালামাল কিনে দেয়া হয়েছে। মোট ছয়টি দোকানের মধ্যে দুটি ফলের, দুটি কাঁচামালের ও দুটি মাছের দোকান রয়েছে। তারা যেন সুন্দরভাবে ব্যবসা পরিচালনা করে লাভবান হতে পারেন সে জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বক্ষণিক তদারকি করা হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply