ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব অলিউর রহমানের সহধর্মিনী রাবেয়া বেগম (৭৬) গতকাল সোমবার সকাল ১০টায় ঢাকার একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্নালিলাহি …… রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী, ৪ ছেলে ও নাতি- নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বাদ জোহর মরহুমার জানাজার প্রথম জানাজা ঢাকার মিরপুরে এবং বাদ এশা সরাইল উপজেলার কালিকচ্ছ গ্রামে দ্বিতীয় জানাজা শেষে কালিকচ্ছ পারিবারিক কবরস্থানে মরহুমার লাশ দাফন করা হয়।
উল্লেখ্য, মরহুমা রাবেয়া বেগম সাবেক উপমন্ত্রী মরহুম আলহাজ্ব এড. হুমায়ুন কবির ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবিরের একমাত্র মেয়ে এলিন কবিরের শ্বাশুড়ী।
এদিকে মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। এক শোকবার্তায় তিনি মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।(প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply