স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় পানিতে ডুবে শামসুন্নাহার-(১০) ও মিথিলা ওরফে মিতু-(৭) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় পৌর এলাকার মেড্ডা গ্রামের আরামবাগ মহল্লায় এই ঘটনা ঘটে।
মৃত শামসুন্নাহার আরামবাগের প্রবাসী সাইদুর রহমানের মেয়ে ও মিতু একই এলাকার নূরুল ইসলামের মেয়ে।
শামসুন্নাহার শহরের গভঃ মডেল গার্লস হাই স্কুলের চতুর্থ শ্রেনীর এবং মিতু শহরের মেড্ডা (পশ্চিম) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেনীর ছাত্রী ছিলো।
মৃতের স্বজনেরা জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে আরামবাগের জাহের মিয়ার বাড়ির পুকুরে মাছ ধরতে গিয়ে মিতু পানিতে পড়ে যায়। পরে শামসুন্নাহার তাকে উদ্ধার করতে পুকুরে নামলে সেও পানিতে তলিয়ে যায়।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ শাহজাহান বলেন, প্রাথমিক ভাবে মনে হচ্ছে এই দুই শিশু পানিতে ডুবে মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পাওয়া যায়নি।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply