সংবাদ শিরোনাম
আশুগঞ্জে চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আশুগঞ্জে চার মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি 
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১৭ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল রোববার সকালে পৃথক অভিযানে আশুগঞ্জ টোল প্লাজা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় গাঁজাবহনকারী দুটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের সুজন-(২০), মাদারীপুর জেলার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামের নুর মোহাম্মদ-(৩৮), নারায়নগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার বিনাইর চর গ্রামের সেলামতুল্লাহ-(৩৬) ও একই জেলার রূপগঞ্জ উপজেলার সাওঘাট গ্রামের রূপচঁান চন্দ্র দাস-(৩৮)। 
র‍্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‍্যাব সদস্যরা ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজায় সকাল ৬ টায় অভিযান চালিয়ে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৭-৪৩৯৭) আটক করে। পরবতর্ীতে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে মাদক ব্যবসায়ী সুজন এবং নুর মোহাম্মদকে গ্রেপ্তার করে এবং প্রাইভেটকার থেকে ৮ কেজি গঁাজা উদ্ধার করে ।
পরবর্তীতে সকাল পৌনে ৭টায় একই স্থানে অভিযান চালিয়ে আরেকটি প্রাইভেটকার ( ঢাকা মেট্রো-গ-২৯-৬৫৩২) আটক করে। ওই প্রাইভেটকারেও তল্লাশী চালিয়ে ৯ কেজি গঁাজাসহ মাদক ব্যবসায়ী সেলামতুল্লাহ এবং রূপচাঁন চন্দ্র দাসকে গ্রেপ্তার করে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর। 

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com