স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাইফ মিয়া-(৭) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার বিকেল সাড়ে তিনটায় উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত সাইফ উপজেলার গোকর্ণ ইউনিয়নের নূরপুর গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে। নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত পাঁচ দিন আগে সাইফকে নিয়ে তার মা বাবার বাড়িতে বেড়াতে যায়। বুধবার দুপুরে সাইফ বাড়ির পাশে খেলা করছিলো। পরে তাকে খঁুজে পাওয়া যায়নি। পরে পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খুঁজে না পেয়ে বাড়ির পাশে পুকুর থেকে তার লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে নাসিরনগর থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন শিশুর পরিবারের বরাত দিয়ে বলেন, তার পিতা কুদ্দুস মিয়া বলেছেন, সাইফ পানিতে ডুবে মারা গেছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply