সংবাদ শিরোনাম
ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিনব্যাপী “বিট পুলিশিং কর্মশালা” অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই দিনব্যাপী “বিট পুলিশিং কর্মশালা” অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশকে গণমুখী, জনবান্ধব এবং গতিশীল করার জন্য বিট অফিসারদের সম্বনয়ে দুই দিন ব্যাপী “বিট  পুলিশিং কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। ১৫-০৯-২০২০ খ্রিঃ তারিখ  সকাল ০৯:০০ ঘটিকায় জেলা পুলিশ লাইন্সে এ কর্মশালার উদ্বোধন করে পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান। 
উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ রইছ উদ্দিন,  অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মোঃ আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর  সার্কেল) মোঃ মকবুল হোসেন, সহকারি পুলিশ সুপার (কসবা সার্কেল) মোঃ মিজানুর রহমান, সহকারি পুলিশ সুপার (সরাইল সার্কেল) মোঃ আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিটা ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম মনিটরিং ও  তদারকির জন্য বিট অফিসারদের  সাথে বিটে বসবাসকারী নাগরিকদের  সার্বক্ষনিক যোগাযোগ করবেন। ভৌগোলিক দূরত্ব ও সুনির্দিষ্ট কাঠামোবদ্ধ কর্মসূচির অভাবে অনেক ক্ষেত্রে জনগণ পুলিশের সেবা থেকে বঞ্চিত হয়। সেক্ষেত্রে বিট পুলিশিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার বলেন, নিবির পুলিশিং এর মাধ্যমে পুলিশি সেবাকে জনগনের দোড় গোড়ায়  পৌঁছে দিতে  হবে। সকল প্রকার লোভ-লালসার ঊর্ধ্বে উঠে জনসেবা নিশ্চিত করতে সর্বোচ্চ পেশাদারিত্ব ও স্বচ্ছতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে জনমনে স্বস্তি, আস্থা স্থাপন ও নিরাপত্তা বোধ তৈরি করতে হবে। এছাড়া এলাকায় মাদক, সন্ত্রাসসহ বিভিন্ন অপরাধ প্রবনতা কমাতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিট পুলিশিং কার্যক্রম অন্যতম সহায়ক ভূমিকা রাখবে বলে মনে করেন তিনি।
দুই দিন ব্যাপী এ কর্মশালায় জেলার ৯  থানার ওসিসহ শতাধিক পুলিশ সদস্যরা অংশ গ্রহণ করেন।  প্রশিক্ষণ শেষে বিট পুলিশিং এর উপর  বিশেষ মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়। (প্রেস বিজ্ঞপ্তি)।

সংবাদটি পছন্দ হলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2017 Somoynewsbd24.Com