স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অপরাধের দায়ে লক্ষাধিক টাকার অর্থদণ্ড করা হয়েছে।
শনিবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শহরসহ ৯ টি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড করা হয়।
জানা যায়, আজ ১৯ সেপ্টেম্বর ২০২০ ইং রোজ শনিবার ব্রাহ্মণবাড়িয়া শহরসহ জেলার ০৯ টি উপজেলায় সরকারি নির্দেশাবলী ভঙ্গ করে গণপরিবহন পরিচালনা , মাস্ক পরিধান ব্যতিত বাহিরে ঘোরা-ফেরা করা ও ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্যে দ্রব্যাদি বিক্রি করার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ১৩ জন ব্যক্তিকে ২,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়াও আজ নবীনগর উপজেলার কাইতলা ইউনিয়নের পাইন্নর চর (অচিন্তপুর মোজা) এলাকায় অবৈধভাবে কৃষি জমি নষ্ট করে ড্রেজারের মাধ্যমে বালু উত্তোলন করায় ১ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় এক (০১) লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply