সময়নিউজবিডি রিপোর্ট
আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করবেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি।
উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে – সমাজসেবা কার্যালয়ের প্রতিবন্ধী শিক্ষার্থী ও অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ, পল্লী সঞ্চয় ব্যাংকের করোনাকালীন ঋণ বিতরণ, বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক শিক্ষা প্রতিষ্টান শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বিশেষ বরাদ্দ অনুদানের চেক বিতরণ।
উপজেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ১০ টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপজেলা নির্বাহী (ইউএনও) কে. এম. ইয়াসির আরাফাত।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply