স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্ম বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে স্থানীয় আওয়ামীলীগ।
আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম শিউলী আজাদ।
আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট জয়নাল উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুর রাশেদ, ফরহাদ রহমান, মোঃ মিজানুর রহমান, রফিকুল ইসলাম খোকন প্রমূখ।
প্রধান অতিথি বলেন, দেশকে অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল ভাবে পরিচালনা করে ইতিহাস সৃষ্টি করেছেন জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি করোনা কালে দেশের সকল শ্রেণি পেশার মানুষকে সহায়তা করেছেন। মমতাময়ী মা শেখ হাসিনার কাছেই এইদেশ ও দেশের মানুষ নিরাপদ। আজ উনার ৭৪তম জন্মদিনে আমরা তাঁর দীর্ঘায়ু কামনা করছি। পরে দোয়া করা হয়। এছাড়াও যুবলীগ নেতা হাফিজুল আসাদ সিজার ও মফিজুর রহমান রনির উদ্যোগে শেখ হাসিনার জন্ম দিন উপলক্ষে মসজিদে মিলাদ ও দোয়ার মাহফিল হয়েছে। পরে তারা উপজেলা চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচি পালন করেছে। এসময় যুবলীগ নেতা আল এমরান ও জাকির হোসেনও উপস্থিত ছিলেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply