স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খলাপাড়া বাজারে আবু বক্কর (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়েছেন ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন ও তার সাঙ্গপাঙ্গরা। এতে গুরুতর আহতাবস্থায় আবু বক্করকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ৫ টায় আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খলাপাড়া বাজারে এ ঘটনাটি ঘটেছে।
জানা যায়, উপজেলার শরীফপুর ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি ও আগামী ইউপি নির্বাচনে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী মোঃ সুমন চৌধুরীর সমর্থক হিসেবে একই ইউনিয়নের দক্ষিন তারুয়া গ্রামের মৃত মোঃ আব্দুল আহাদের ছেলে মোঃ আবু বক্কর সুমন চৌধুরীর পক্ষে জনমত সৃষ্টি করতে এলাকায় কাজ করে যাচ্ছেন। এতে শরীফপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান সাইফুদ্দিন আবু বক্করের উপর ক্ষুব্ধ ও অসন্তোষ হয়। এর জেরধরেই আজ শুক্রবার বেলা ৫ টায় ইউপি চেয়ারম্যান সাইফুদ্দিন খলাপাড়া বাজারে আবু বক্করকে একা পেয়ে তার সাঙ্গফাঙ্গরা মিলে বেধরক মারধোর করেন। তাদের মারধোরে আবু বক্করের মাথায়, মুখে ও ঠোটে সহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ফোলাজখম হয়। পরে বাজারের লোকজন এসে চেয়ারম্যান ও তার সাঙ্গফাঙ্গদের হাত থেকে গুরুতর আহত আবু বক্করকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠায়। বর্তমানে সে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, হামলার ঘটনার খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ ফেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply