স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় কুকুরের কামড়ে নারী শিশুসহ ১১ জন আহত হয়েছেন। শনিবার সকাল থেকে উপজেলার মোগড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে একটি কুকুর তাদেরকে কামড়ায়।
কুকুরের কামড়ে আহতরা হলেন, উপজেলার নয়াদিল গ্রামের আব্দুর রহমানের ছেলে ইব্রাহিম- (১৩), মানিক মিয়ার ছেলে জুনাইদ-(১৪), তাহের মিয়ার ছেলে রুহুল আমিন-(৭), আরিফ মিয়ার মেয়ে মারিয়া-(৭), চর-নারায়ণপুর গ্রামের রাসেল মিয়ার মেয়ে মুন্নী-(৩), রাহিম মিয়ার ছেলে তামিম- (৯), গঙ্গাসাগর গ্রামের ইয়াছিন-(৯), অহিদ মিয়ার স্ত্রী নূরজাহান বেগম-(৫০), মোরশেদ মিয়া-(৬০), খোরশেদা বেগম-(৫০), মালেকা-(৪০)।
আহত ১১ জনের মধ্যে কয়েজনকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বাকীদেরকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নেয়া হয়।
নয়াদিল গ্রামের রতন খঁা নামে এক প্রত্যক্ষদশর্ী জানান, শনিবার বেলা ১১টার দিকে একটি কুকুর প্রথমে তামিম নামে ছেলেটিকে কামড় দেয়। এ সময় তিনি এগিয়ে গিয়ে দেখেন কুকুরটি একটি ঘোড়াকে কামড় দেয়। ঘোড়ার লাথি খেয়ে ওই কুকুর আরো এক শিশুকে কামড়ায়। একে একে অন্তত ১১ জনকে কামড়িয়ে আহত করে কুকুরটি।
এ ব্যাপারে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শ্যামল কুমার ভৌমিক জানান, হাসপাতালে ১১ জন এসে চিকিৎসা নেন। গুরুতর আহতদের ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে বলা হয়েছে।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply