স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খোলাপাড়া বাজারে পূর্ব শত্রুতার জের ধরে শাহ ফরাসত আলী উচ্চ বিদ্যালয়ের তিনবারের ম্যানেজিং কমিটির সদস্য আবু বক্কর (৩৫) কে পিটিয়েছেন ইউপি চেয়ারম্যান সাফি উদ্দিন চৌধুরী ও তার সাঙ্গপাঙ্গরা। এতে গুরুতর আহতাবস্থায় আবু বক্করকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গত শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ৫ টায় আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়া বাজারে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় আহত আবু বক্করের স্ত্রী মরিয়ম বাদী হয়ে আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নং-১১ তারিখ- ১৯/১০/২০ ইং, ধারা- ১৪৩/৩৪১/৩২৩/৩২৪/৩২৫/৩০৭/৩৭৯/৫০৬ পেনাল কোড।
আসামীরা হলেন- সাফি উদ্দিন চৌধুরী (ইউপি চেয়ারম্যান), দক্ষিন তারুয়া গ্রামের বিল্লাল চৌধুরীর ছেলে জুনাঈদ মিয়া, হাবিবুর রহমান ওরফে ধন মিয়া চৌধুরীর ছেলে আলাউদ্দিন ও ইমাম উদ্দিন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, উপজেলার শরীফপুর ইউনিয়নের খোলাপাড়ায় শাহ ফরাসত আলী উচ্চ বিদ্যালয়ের তিনবারের নির্বাাচিত ম্যানেজিং কমিটির সদস্য আবু বক্কর এর সাথে ইউপি চেয়ারম্যান সাফি উদ্দিন চৌধুরীকে একই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে সভাপতি পদে ভোট না দেওয়াকে কেন্দ্র করে ক্ষোভ ও অসন্তুষ্টি সৃষ্টি হয়। এতে বিভিন্ন সময় সাফি উদ্দিন চৌধুরী আবু বক্করকে প্রাণনাশের হুঁমকি ধামকি দিয়ে আসছিল। এর জের ধরেই ঘটনার দিন তারিখ ও সময়ে ইউপি চেয়ারম্যান সাফি উদ্দিন চৌধুরী (৫০), জুনাঈদ মিয়া (২৬), আলাউদ্দিন (৪০) ও ইমাম উদ্দিন (৩৫) মিলে খোলাপাড়া বাজারের পশ্চিম দিকের মসজিদ হইতে বাহির হইয়া ঘটনাস্থলে পৌঁছামাত্র আবু বক্করকে খুন করার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র সস্ত্র নিয়া হামলা করেন। এসময় হামলাকারীরা আবু বক্করের মাথায় কুব মারিলে কপালের ডানপাশের মাংস কেটে যায়, যাহাতে চারটি সেলাই লাগে। হামলাকারীদের পিটুনিতে আবু বক্করের মাথার বাম পার্শ্বে হাড় মাংস কাটিয়া ফাটিয়া যায় ও মুখে বারি মেরে নিচের মারির ৪ টি দাঁত নড়চরে হইয়া পড়ে ও ঠোটে চারটি সেলাই লাগে। এসময় রক্তাক্ত জখমী আবু বক্করের আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে গুরুতর রক্তাক্ত জখমী অবস্থায় আবু বক্করকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে এনে ভর্তি করান। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এ ব্যাপারে আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ জানান, হামলার ঘটনায় আহত আবু বক্করের স্ত্রী মরিয়ম বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান সাফি উদ্দিন চঔধুরী সহ চারজনের নামে মামলা দায়ের করেছেন। পুলিশ আসামীদের গ্রেপ্তার চেষ্টা করছেন। ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply