সময়নিউজবিডি টুয়েন্টিফোর রিপোর্ট
নরসিংদী জেলার শিবপুর উপজেলার মুন্সেফের চর এলাকা থেকে ৩৪৫ পিস ইয়াবা ও একটি ট্রাক’সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (২৮ নভেম্বর) রাত ১ টা ৫ মিনিটে নরসিংদীর শিবপুর উপজেলার মুন্সেফের চর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করেন র্যাব।
এলিট ফোর্স র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, র্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত কক্সবাজার এলাকা থেকে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ট্রাকে করে দেশের বিভিন্ন জেলায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং জানা যায় যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার সীমান্ত এলাকা হতে নীল-হলুদ রংয়ের ঢাকা মেট্টো-ট-১৪-২৯৯১ ট্রাকে করে ইয়াবার একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে ভৈরব র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন এর নেতৃত্বে একটি আভিযানিক দল কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন দূর্জয় মোড়ে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকা গামী লেনের উপর ২৩.৫০ ঘটিকায় তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী করতে থাকেন। তল্লাশিকালে শুক্রবার ০০.২৫ ঘটিকায় পূর্বে সংবাদ প্রাপ্ত ট্রাকটি তল্লাশী চৌকির নিকট আসলে ট্রাকটিকে থামার সংকেত দিলে উক্ত ট্রাকটি তল্লাশী চৌকির নিকট না থেমে ঢাকার দিকে চলিয়া যাইতে থাকে। তখন সঙ্গীয় ফোর্সসহ টহল পিকআপ নিয়ে উক্ত ট্রাকের পিছনে ধাওয়া করে রাত অনুমান ০১.০৫ ঘটিকায় নরসিংদী জেলার শিবপুর থানাধীন মুনসেফের চর বাজার বুশরা হোটেল এন্ড রেস্টুরেন্ট এর সামনে ঢাকা সিলেট মহাসড়কের ঢাকাগামী লেনের উপর হতে আসামী ১। আবুল বশর (৪০), পিতা-মৃত মীর আহম্মদ, সাং-রাজাপালং রেজুরকুল, থানা-উকিয়া, জেলা-কক্সবাজার, ২। জিয়াউর রহমান (২০), পিতা-আব্দুল জব্বার, সাং-বালুখালী রোহিঙ্গা ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার‘সহ ট্রাকটি আটক করা হয়। আটককৃত ট্রাকটি তল্লাশী করে (ক) ৩৪৫ পিস ইয়াবা ট্যাবলেট, (খ) ০১ টি ট্রাক, (গ) মাদক বিক্রয়ের নগদ-২৫০০/- উদ্ধার করে জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ২৬,৩৮,০০০/- টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে নরসিংদী জেলার শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
ভৈরব র্যাব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply