কোভিড মোকাবিলায় দুর্নীতির প্রতি শূন্য সহনশীলতা: দুর্নীতি থামাও, জীবন বাঁচাও” এই প্রতিপাদ্য সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টান্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ব্রাহ্মণবাড়িয়া অনলাইন ভিত্তিক বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২০ উদ্যাপন করে । সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া দিবসটি উদযাপনের অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন কলেজের তরুণ শিক্ষার্থী এবং সনাক এর ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্যদের অংশগ্রহণে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক প্রতিযোগিতা এবং দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা আয়োজন করে। তাছাড়া দিবসটি যথাযোগ্য মর্যদায় পালনের উদ্দেশ্যে সনাক ব্রাহ্মণবাড়িয়া ০৯ ডিসেম্বর ২০২০ তারিখ বুধবার বিকাল ৪:০০ টায় অনলাইনে সনাক সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডস সদস্য এবং বিভিন্ন কলেজের তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার ফলাফল ঘোষণা ও আলোচনা সভার আয়োজন করে।আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২০ উদ্যাপন উপলক্ষ্যে আলোচনা সভায় মূখ্য আলোচক ছিলেন সনাক সহ সভাপতি আবদুন নূর। দিবসটি সম্পর্কে আরো বক্তব্য প্রদান করেন সনাক সদস্য ডা. এফ জামান, সনাক সদস্য ও দুপ্রক সাধারণ সম্পাদক মোহাম্মদ আরজু এবং স্বজন সদস্য মোহাম্মদ শহীদুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা দুর্নীতি প্রতিরোধে নৈতিকতার চর্চা, ব্যক্তি ও পারিবারিক জীবনে শুদ্ধাচার চর্চার উপর গুরুত্বারোপ করেন। তাছাড়া প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রতিরোধে রাজনৈতিক দলসমূহের দুর্নীতির বিরুদ্ধে রাজনৈতিক অঙ্গীকার প্রয়োজন মর্মে আলোচনা সভায় উল্লেখ করা হয়। দুর্নীতির বিরুদ্ধে অধিকতর আন্দোলন গড়ে তোলার জন্য তরুণ সমাজের সম্পৃক্ততা বৃদ্ধি, সচেতনতা তৈরী এবং দুর্নীতির বিরুদ্ধে নিজ নিজ অবস্থান হতে সোচ্চার হওয়ার জন্য সভায় তরুণদের প্রতি আহ্বান জানানো হয়। সভায় তরুণ শিক্ষার্থী ও ইয়েস সদস্যদের পক্ষ হতে মৌসুমী আক্তার, খায়রুল ইসলাম এবং আহাম্মাদুল হক বক্তব্য প্রদান করেন। (প্রেস বিজ্ঞপ্তি)।
Leave a Reply