স্টাফ রিপোর্টার//সময়নিউজবিডি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির মার্কেটে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বি.এম ফরহাদ হোসেন সংগ্রাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপুর পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ ফজলে ইয়াজ, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার, জেলা পরিষদ সদস্য হাজী ফারুকুজ্জামান ফারুক, উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ জিতু মিয়া, লতিফ হোসেন, খাজাউর রহমান মোল্লা, নরেশ মল্লিক, অসিম কুমার পাল, ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ, বাহার উদ্দিন চৌধুরী, ওয়াছ আলী, প্রভাষক ছোয়াব আহমেদ হৃতুল, রুবেল মিয়া প্রমুখ।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন দাতঁমন্ডল এরফানিয়া সিনিয়র আলিম মাদ্রাসার প্রভাষক মাওলানা এখলাছুর রহমান।
ইনাম/সময়নিউজবিডি টুয়েন্টিফোর।
Leave a Reply